সংবাদতাদা, পুরুলিয়া: মানসিক অবসাদের জেরে আত্মঘাতী পুরুলিয়া জেলার আদ্রা শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি বিষ্ণু উপাধ্যায়।
সূত্রের খবর, শনিবার রাত্রে নিজের বাড়ির মধ্যে গলায় দড়ির ফাঁস লাগান বিষ্ণু উপাধ্যায়। তারপরেই বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই সেখান থেকে রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
তবে ঠিক কি কারণে আত্মঘাতী হলেন আদ্রা শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি বিষ্ণু উপাধ্যায়, তা জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে আদ্রা শহর তৃণমূল কংগ্রেস ও আদ্রা শহর তৃণমূল যুব কংগ্রেসের মধ্যে।
Be First to Comment