অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্তকে আগেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) ভাইস চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁকে চেয়ারম্যানের দায়িত্বও দিয়ে দেওয়া হল ।
দুর্গাপুরের হোটেল ব্যবসায়ী কবি দত্তকে দুই বছর আগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক থেকেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসাবে দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্তের নাম সরকারি ভাবে ঘোষণা করা হল।এই প্রথম একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এই পদে দায়িত্ব পেলেন ।
এখন প্রশ্ন, দীর্ঘ বছর ধরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ সরিয়ে দেওয়া হল কেন ? তৃণমূল দলের সূত্রে জানা গেছে, আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে তাপস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হতে পারে ।




Be First to Comment