অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : আসানসোলের জিটি রোডে কালিপাহাড়িতে আন্তঃরাজ্য বাস টার্মিনাসে প্রবেশ ( ঢোকা) ও প্রস্থানের ( বেরোনো) রাস্তা এবং রাস্তার পাশে ড্রেন নির্মাণ করবে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা।
এক অনুষ্ঠানে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই দুটি কাজের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে করবে। এদিনে এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ভিত্তিপ্রস্তর ফলকের ফি’তে কেটে কাজের সূচনা করেন।
এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে কবি দত্ত বলেন, কালী পাহাড়ির বাসস্ট্যান্ডে বাস এবং সাধারণ মানুষের প্রবেশ এবং প্রস্থানের জন্য একটি রাস্তা তৈরি করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, মন্ত্রী মলয় ঘটকের তরফে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে এই কাজের প্রস্তাব এসেছিল। এই কাজ এদিন থেকে শুরু হল।
মন্ত্রী মলয় ঘটক তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে। সেই ধারাবাহিকতায় এদিন থেকে এই রাস্তার ও ড্রেনের নির্মাণকাজ শুরু হয়েছে। এই কাজের জন্য ৩০ লক্ষ টাকা ব্যয় করা হবে।
মলয় ঘটক আরো বলেন, “আমি এখানে নির্বাচনের সময় এসেছিলাম, তখন এখানকার মানুষেরা আমাকে এখানে রাস্তা এবং ড্রেনেজের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের কথা আমি আড্ডাকে বলি। তাই আড্ডার তরফে এদিন থেকে এই কাজ শুরু হল”।




Be First to Comment