কোলফিল্ড টাইমস: বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা গত ১২ মে থেকে ১৫ মে একাধিক জায়গায় বেআইনি দখলদারির বিরুদ্ধে অভিযান চালায়। এর ফলে জমির নিরাপত্তা এবং নিয়ম মেনে চলা নিশ্চিত করা হয়েছে কারখানা কর্তৃপক্ষের
তরফে ।
জানা গেছে, ১২ মে রাতের টহলের সময় আইএসপির নিরাপত্তা রক্ষীরা কোম্পানির জমিতে অবৈধভাবে হওয়া একটি বড় টিনের কাঠামো দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, আর কোনও দখলদারি না হয় এবং তা আটকানোর জন্য সঙ্গে সঙ্গে ওই কাঠামোটি ভেঙে ফেলা হয়।
এর পরে, ১৫ মে মুঙ্গেরিয়া খাটাল এলাকায় আরেকটি দখলদারির বিরুদ্ধে অভিযান চালানো হয়। যেখানে একটি আবাসিক বাড়ি নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। সেল আইএসপির নিরাপত্তা রক্ষীরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং নির্মাণ কাজ বন্ধ করে। আংশিকভাবে নির্মিত কাঠামোটি ভেঙে দেওয়া হয়।

ওই একই দিনে বার্নপুর ত্রিবেণী মোড়ের কাছে একটি বাঁশের কাঠামো নির্মাণও শুরু হয়েছিল। যা নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলেন এবং ব্যবস্থা গ্রহণ করেন।
এই পদক্ষেপগুলি স্পষ্টভাবে প্রমাণ করে, সেল আইএসপি কর্তৃপক্ষ তার জমি রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানি পুনরায় বলতে চায়, যেকোনও ধরণের দখল সহ্য করা হবে না এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সেল আইএসপি কর্তৃপক্ষ সমস্ত বাসিন্দা এবং অংশীদারদের কাছে কোম্পানির জমিতে কোনও অবৈধ নির্মাণ থেকে বিরত থাকার এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য আবেদন করছে। এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা এবং সঠিক উন্নয়নের জন্য এটি প্রয়োজনীয় বলে কারখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে।



Be First to Comment