দুর্গাপুর : বেসরকারি সংস্থার টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুরের ফরিদপুর থানার বড়গড়িয়ার এক যুবক।
ধৃতর নাম প্রনব আনন্দ মন্ডল। রবিবার ট্রানজিট রিমান্ড ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দূর্গাপুরের এই যুবক বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে।
মহারাষ্ট্রের শাওনি থানা এলাকাতেও একই ঘটনা ঘটিয়েছে ধৃত আনন্দ মন্ডল। কয়েকশো মানুষের সঙ্গে সে এই ধরনের প্রতারণা করেছে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর।
বিভিন্ন থানার পাশাপাশি মহারাষ্ট্রেট শাওনির থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেন এক প্রতারিত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মহারাষ্ট্রের শাওনির থানার পুলিশ। সেই তদন্তে নেমে সূত্র ধরে দূর্গাপুরের প্রণব আনন্দ মন্ডলের কথা জানতে পারে মহারাষ্ট্র পুলিশ। এরপর শনিবার দুর্গাপুরে আসে মহারাষ্ট্র পুলিশ। রাতে ফরিদপুর থানার বড়গড়িয়া এলাকায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ। সেই এলাকায় বাড়ি থেকে প্রণব আনন্দ মন্ডলকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত ১৬ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে।
এদিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতর জামিন নাকচ তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে আরো জানা গেছে , শুধু প্রণব আনন্দ মণ্ডল একা নয় বেশ কিছু যুবক কলকাতাতে বসে এই চক্র চালাত। তাদের মধ্যে প্রণব আনন্দ মন্ডল সেই চক্রের অন্যতম পান্ডা। তাকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে গিয়ে জেরা করে এই চক্রের সঙ্গে আরো কতজন জড়িত আছে তা জানার পাশাপাশি অভিযোগ নিয়ে আরো তদন্ত চালানো হবে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Be First to Comment