Press "Enter" to skip to content

জলের পাইপলাইন বসাতে গিয়ে চাষের জমিতে বুলডোজার চালানোর অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে কাজ বন্ধ জামুড়িয়ায়

জামুড়িয়া : স্থানীয় শ্রীপুর পুলিশ ফাঁড়ির নিঙ্গা এলাকার গুঞ্জন পার্কের কাছে চাষীরা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। এলাকার কয়েক একর জমিতে টমেটো, বেগুন বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজি ফলে আছে এই মুহূর্তে।

রবিবার সেই জমির একটা বড় অংশে বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠল। এদিন যেখানে এই ফসল নষ্ট করা হল সেই অংশের উপর দিয়েই আসানসোল পুরনিগমের জামুরিয়া পুর এলাকার পানীয়জল সরবরাহের জন্য পুরনিগমের মেন জলের পাইপলাইন বসানো হচ্ছে। চোখের সামনে ওই পাইপ লাইন বসানোর কর্মীরা যখন বুলডোজার চালিয়ে তাঁদের ফসল নষ্ট করে দিচ্ছেন, তা দেখে কৃষকরা কাঁদতে শুরু করেন। তারা বারবার অনুরোধ করেন এইভাবে তাদের ফসলের উপর বুলডোজার চালানো উচিত নয়।

এই জলের পাইপলাইন বসানোর কাজ করতে আসা প্রহ্লাদ পাল নামে এক সুপারভাইজার বলেন, তিন দিন আগেই ওই
চাষীদের সাথে কথা হয়েছে। বলা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা রবিবারই দেওয়ার কথা।

এদিকে সেই খবর পেয়ে এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও নেতারা চলে আসেন। চাষীরা ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে দেন । চাষীদের দাবি এবং অভিযোগ, তিন দিন আগেই আমাদের হিসেব করে ফসলের দাম ধরে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এদিন কাজ করতে আসা লোকেরা এক পয়সা না দিয়েই এদিনই তাঁরা কাজ শেষ করে চলে যাবেন বলেছিলেন।

এই চাষীদের পক্ষ নেন জামুরিয়ার ওই এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক কল্যাণ মাহাতো। তিনি বলেন, যতক্ষণ না চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ কাজ করতে দেওয়া যাবে না। তাতে যদি পুলিশ এসে আমাকে গ্রেফতার করে তো করুক। তবুও আমি চাষীদের পক্ষেই থাকব। এখানে জমিতে প্রচুর পরিমাণ ফসল হয়ে আছে। এই জমির মধ্য দিয়ে জলের পাইপলাইন নিয়ে যাওয়া হবে সেটাও দরকার ।

ঘটনার খবর পেয়ে আরো দুই তৃণমূল কংগ্রেসের নেতা এলাকায় পৌঁছান। তাদের মধ্যে একজন ছিলেন আসানসোল পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভোলা পাসোয়ান। তৃণমূল নেতা কল্যাণ মাহাতো সেই সময় কৃষকদের সমর্থনে স্লোগান দিতে থাকেন। তিনি বলেন, যাই ঘটুক না কেন, কৃষকদের তাদের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে ভোলা পাসোয়ান বলেন, আমি ঠিকাদারের সাথেও কথা বলবো। কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *