প্রবোধ দাস, পুরুলিয়া: এক নাবালিকাকে অ্যাসিড ছুড়ে মারল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার টামনা থানার দুলমি এলাকায়।
নাবালিকার পরিবারের অভিযোগ, বছর ১৭ -এর ওই নাবালিকা তার বাড়ির দোতলার ব্যালকনিতে ছিল। সেই সময় মুখ বাঁধা অবস্থায় এক যুবক আসে। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মেরে চম্পট দেয়।
মেয়েটির শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। তড়িঘড়ি নাবালিকার মা তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার জানান এই ঘটনায় পুরনো শত্রুতা জড়িয়ে রয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে যৌন নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। নাবালিকার বাড়িতে ঢুকে তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা। ওই যুবককে গ্রেফতারও করে পুলিশ।
যদিও অভিযোগ, যুবক গ্রেপ্তার হতেই তার ওপর নানাভাবে হুমকি আসতে থাকে। যুবকের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে অভিযোগ দায়ের হয় থানায়। হুমকির ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। যদিও নাবালিকার পরিবারের অভিযোগ, তাতেও আরও বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্ত যুবকের পরিবার। আরও বেশি করে হুমকি আসতে থাকে। নাবালিকার পরিবারকে টাকার অফারও করা হয় বলে অভিযোগ। যদিও টাকা নিতে অস্বীকার করে তার পরিবার। তারপর এই অ্যাসিড হামলার ঘটনা ঘটে।




Be First to Comment