অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে এক নামী কোম্পানির গোডাউনে কাজ করার সময় লোহার রডের বান্ডিলের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক কর্মীর। মঙ্গলবারের এই ঘটনায় স্থানীয় শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মৃতের সহকর্মীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কর্মীর নাম সত্যদেব পতি (৪২)। তিনি পুরুলিয়ার হুড়া থানার কুমড়াবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ক্রেনের সাহায্যে লোহার রডের রিং তৈরির কাজ করছিলেন। তখনই প্রায় দুই টন ওজনের লোহার বান্ডিল হঠাৎ করে পড়ে গিয়ে তার ওপর চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরই সহকর্মীরা কাজ বন্ধ রেখে গোডাউন মালিক উমেশ দোকানিয়ার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন। তাঁদের দাবি, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়, যার ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রানিগঞ্জ সভাপতি রঞ্জিত সিং জানান, আগেও একাধিকবার এমন ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
গোডাউন মালিক উমেশ দোকানিয়া অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত পদক্ষেপের দাবি উঠছে।




Be First to Comment