অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, সালানপুর: আসানসোল লোকসভা কেন্দ্রে ২রা মে থেকে বাড়ি বাড়ি গিয়ে অ্যাবসেন্টি ভোটারের ভোট গ্রহণ শুরু হয়ে গেল।
২ মে এবং ৩ মে এই ভোট গ্রহণ চলবে সালানপুর ব্লকে। ৮৫ বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন, যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না সেই সব ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভোট গ্রহণ করা হবে।
সালানপুর ব্লকে জানা গেছে, ৩৬৬ জনের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে। ২রা মে সালানপুর ব্লকের ৮৫ বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের পাশাপাশি আল্লাডি কালীপাথর মাদার টেরিজা আশ্রমে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল।

বিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা কুষ্ঠাশ্রমে গিয়ে ভোট দান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেখানকার নির্দিষ্ট ভোটার দের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা যায়।
তবে বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, ব্লকে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। যারা ৮৫ বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের এবং বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে।
আসানসোল দক্ষিণ বিধান সভার ৮৫ নম্বর ওয়ার্ড মহিশীলা এলাকায় ভোট করিয়ে নিয়ে গেলেন ভোটকর্মীরা। ভোট দিলেন প্রফুল্ল রায়। এই এলাকায় মোট তিন জনের ভোট গ্রহণ করা হয়।




Be First to Comment