দুর্গাপুর : আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ। শুক্রবার বিজেপি দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা পরে ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন। ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়কের সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। নেতৃত্বে ছিলেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ- সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
চন্দ্রশেখর বলেন, আর জি করের নৃশংস ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, দফা এক, দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ।
শেষ পর্যন্ত এনটিএস থানার পুলিশ কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে, দুর্গাপুর সিটিসেন্টারে পুরনিগম মোড় ও জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিজেপি। পুলিশ অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার বেঁধে যায়। যতক্ষণ পর্যন্ত না সমস্ত দোষীদের গ্রেফতার করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিজেপি নেতৃত্ব।

এদিন পুরনিগম মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোডুইয়ের নেতৃত্বে শুরু হয় রাস্তা অবরোধ। প্রায় আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। উত্তেজনা সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ অবরোধকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।




Be First to Comment