জামুড়িয়া : একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল এক ব্যাক্তির মৃতদেহ। জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির ইস্ট কেন্দা দুর্গামন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে, স্থানীয় মানুষজন আজ সকালে এই দেহটিকে কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখে সাথে সাথেই কেন্দা ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা এবং জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ এসে কুয়োতে জল ভর্তি করে । কুয়োতে সেই পরিমাণে জল না থাকায় দমকল বিভাগের ৩টি ইঞ্জিন ও একটি পাবলিক জল ট্যাঙ্কে করে জল এনে কুয়োতে জল ভর্তি করে মৃতদেহ উপরে ভাসিয়ে এনে উদ্ধার করা হয়।
দেহ কুয়া থেকে উদ্ধার হওয়ার পরে স্থানীয়রা সনাক্ত করে মৃত ব্যাক্তি কেন্দা গ্রামের, নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ( বড়কা), বয়স ৩৮ বছর। মৃতের পরিবারের লোকজনের কাছে জানা গিয়েছে যে অভিজিত গত চারদিন ধরে নিখোঁজ ছিল। এই বিষয়ে কেন্দা ফাঁড়িতে একটি নিখোঁজ ডাইরি করা হয়েছিল।

অভিজিতের দেহ এই কুয়োতে কি ভাবে এল এই নিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে অনেক বুজিয়ে দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুরো ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ।



Be First to Comment