Press "Enter" to skip to content

ফেসবুকের আলাপে ঠাকুর দেখতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক তরুণী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর : ফেসবুকের বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক তরুণী গড়িয়ায়।ফেসবুকের মাধ্যমে আলাপ কয়েকমাস আগেই। আলাপ থেকে ক্রমশ ঘনিষ্ঠতা। এবার দুই বন্ধু ঠিক করে কালীপুজোয় রাত ভর একসঙ্গে ঠাকুর দেখবেন। আর সেই মতো গত শুক্রবার রাতে প্রেমিক বন্ধুকে ভরসা করে বাড়ি থেকে বেরনোর পর গণধর্ষণের শিকার হতে হল বছর বাইশের এক তরুণীকে।

গত রবিবার রাতে ওই তরুণী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়েরের পরে সোমবার পুলিশ তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করলেও বাকি দুজন এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার গড়িয়া ঢালুয়া এলাকার। কালীপুজোর পরের দিন শুক্রবার রাতে ফেসবুক প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন পূর্ব যাদবপুর থানা এলাকার ওই নির্যাতিতা তরুণী। গড়িয়া স্টেশনে তাঁরা দুজনে দেখা করেন। অভিযোগ, এর পর ঠাকুর দেখতে না গিয়ে ঢালুয়ার একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে।

সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেওয়া হয় ঐ তরুণীকে।আর তাতেই বেহুঁশ হয়ে পড়েন ঐ তরুণী।তাঁর অভিযোগ, অচৈতন্য অবস্থায় তাকে ধর্ষণ করে চারজন মিলে।পরে ওই বাড়ি থেকে তরুণীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন।চিকিৎসার পর ছাড়া পেয়ে ওই তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন রবিবার।তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন তাঁকে প্রেমিকের বন্ধুরা মিলে ধর্ষণ করেছে।

তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রাজীব সর্দার ও রাকেশ নস্কর। বাকি দুজন এখনও পলাতক। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ফেসবুক থেকে একের পর এক এই ধরনের ঘটনা বেড়ে চলেছে রাজ্যে। তাই সাবধান হওয়ার প্রয়োজন আছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *