Press "Enter" to skip to content

পুরুলিয়ায় হাতির হামলায় প্রাণ গেল যুবতীর

প্রবোধ দাস, পুরুলিয়া: আরেকটি তরতাজা প্রাণ চলে গেল হাতির হামলায়। একেবারে সাত সকালে প্রাতঃকর্ম করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক যুবতীর। এমন ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা যায় রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা-২ ব্লকের কুমারর্ডি রিগিদ এলাকায়। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মমতা কুমার, বয়স ২৯ বছর। তাঁর ভাই দিবাকর কুমার জানিয়েছেন, “প্রতিদিনের মতো রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ঘুম থেকে উঠেই প্রাতঃকর্ম করতে গিয়েছিল দিদি বাড়ির অদূরে ফাঁকা মাঠে। সেই সময় একটি হাতি এসে দিদিকে আছাড় মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

দেহটি নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ মৃতদেহটি পুরুলিয়া হাতোয়াড়া মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

পরিবার সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় হাতির তাণ্ডব রয়েছে বিষয়টি বনদফতরও জানে। এলাকার মানুষজন মৃতের পরিবারের ক্ষতিপূরণ-সহ এলাকায় নজরদারির দাবি জানিয়েছেন। সব থেকে বড় ব্যাপার হল হাতির এই ধরনের হামলা বহু প্রাণ কেড়ে নিচ্ছে অকালে। তাই প্রশাসনকে শক্ত হাতে নজরদারি বাড়ানোর দাবি করেছে এলাকার মানুষজন।

পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ জানান, “একটি ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটি দুঃখজনক, তবে আমরা সতর্ক রয়েছি সর্বদা। নজরদারি চলছে। ঘন জঙ্গলে মানুষজন যাতে না যান তার জন্য মাইকিং করা হচ্ছে। সরকারি আইন মেনে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *