Press "Enter" to skip to content

ইজরায়েলে গবেষণারে কাজে গিয়ে আটকে আসানসোলের যুবক, উদ্বেগে পরিবারের সদস্যরা, যোগাযোগ বিদেশ মন্ত্রকের সঙ্গে

আসানসোল : গবেষণার কাজে গিয়ে ইজরায়েলে আটকে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের রেলপারের ডিপোপাড়ার বাসিন্দা ডঃ আবীর মুখোপাধ্যায়। তিনি গবেষণার জন্য ইজরায়েলে গিয়েছেন। কিন্তু সেখানকার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে তার পরিবার উদ্বিগ্ন।

এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে চিঠি লিখে পরিবারকে সাহায্যের অনুরোধ করেছেন।
উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মঙ্গলবার আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। বুধবার সকালে পুর চেয়ারম্যান আবীর মুখোপাধ্যায়ের বাড়িতে যান। তিনি, তার বাবা, মা ও ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করছেন। পাশে থাকার আশ্বাস দিয়ে। এরপর পুর চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এই বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম ও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের গোচরে আনেন।

মেয়র উপাধ্যায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যাতে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা হয়। ডঃ মুখোপাধ্যায় ইজরায়েলের ২৩৪, হার্জেল স্ট্রিট, পিওবি ২৬, রেহোভটে ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের একজন পোস্ট-ডক্টরাল ফেলো।আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আমি ডিপোপাড়ার বাসিন্দা মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের কাছ থেকে আবীর মুখোপাধ্যায়ের ইজরায়েলে আটকে পড়ার খবর পাই। তারা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি এদিন তার বাড়িতে যাই ও গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি। এরপর মেয়র বিধান উপাধ্যায়ের সাহায্য নিয়ে বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, আশা করছি কেন্দ্র সরকার দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে, পরিবারের উৎকন্ঠা কাটাবে।
জানা গেছে, আসানসোলের ডঃ আবীর মুখোপাধ্যায় গবেষণার কাজে ইসরায়েলে গেছেন। কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এবং তা থেকে তৈরি হওয়া ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ইসরায়েল ও ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর দিয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আসানসোলের এই পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। যাতে তাদের বাড়ির লোকেরা তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।

এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি যে, সে নিরাপদে বাড়ি ফিরে আসবেন। স্বাভাবিক ভাবেই এই দুজনের ইজরায়েলে আটকে পড়ার বিষয়টি আসানসোলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সবাই এখন সরকারের পদক্ষেপের উপর নজর রাখছেন।

আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, প্রশাসনের সঙ্গে কেউ এখনো যোগাযোগ করেনি। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।
এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এই নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গেছে, ভারতীয় দূতাবাসের মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *