আসানসোল : কয়লা ভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবারদিন ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।
আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের অদূরে কাজি নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন চাষাপাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম তরুণ সিং (৩৪)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
এদিকে ঘটনার পরে এলাকার বাসিন্দারা মৃত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার দাবিতে কাল্লা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

জানা গেছে, তরুণ সিং কাল্লা মোড়ে ১৯ নং জাতীয় সড়ক পাড় করে পুরনো স্টেশনের দিকে যাচ্ছিল । সেই সময় বারাবনি থেকে আসা একটি কয়লা বোঝাই একটি ট্রাক তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দূরে ছিটকে পড়ে সে গুরুতর জখম হন।
খবর পেয়ে আসানসোল উত্তর থানা ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আহত যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
দূর্ঘটনার খবর পেয়ে আসানসোল পুরনিগমের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলার তথা বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, মৃত যুবকের বাড়িতে কেউ নেই। তার মা, বাবা, স্ত্রী আগেই মারা গেছেন। যুবকের ছোট বাচ্চা রয়েছে। সে তাদের দেখাশোনা করতেন। এখন তারই দুর্ঘটনায় মৃত্যু হল ।
পুলিশ জানায়, ট্রাকটি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে এসে ওই যুবককে ধাক্কা মেরেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।




Be First to Comment