Press "Enter" to skip to content

নিতুড়িয়ার বড়তোড়িয়ায় লরির ধাক্কায় মৃত্যু যুবকের, ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ সামনে রেখে পথ অবরোধ

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: মৃতদেহ আগলে পথ অবরোধ চলল ঘন্টা চারেক। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। তার প্রতিবাদেই এই পথ অবরোধ।

জানা যায়, মৃতের নাম জগন্নাথ বাউরী। বয়স ৪৩ বছর। বাড়ি নিতুড়িয়া থানার ইনানপুরে। যুবকটি পুরুলিয়া লেবার কমিশন দফতরে চাকরি করতেন। খবর পেয়ে ছুটে আসেন আত্মীয় পরিজন-সহ স্থানীয় মানুষজন। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ পথ অবরোধে সামিল হন তাঁরা।

ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বরাকর পুরুলিয়া রাজ্য সড়কে নিতুড়িয়ার বড়তোড়িয়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা নাগাদ মৃত জগন্নাথ ও তাঁর বন্ধু মোটরবাইকে করে সড়বড়ি মোড়ে দিকে যাচ্ছিলেন। সে সময় পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জগন্নাথের। প্রাণে বেঁচে যান তাঁর বন্ধু।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার পুলিশ। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। ক্ষতিপূরণের দাবিতে ও যান নিয়ন্ত্রণের দাবিতে প্রায় ঘন্টা চারেক ধরে পথ অবরোধ চলার পর বুধবার দুপুর দেড়টা নাগাদ পথ অবরোধ উঠে যায়। পুলিশ দেহটি উদ্ধার করে পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *