অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, হিরাপুর (আসানসোল) : টোটোর ভেঙে যাওয়া লাইট ঠিক করার জন্য টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বচসায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক যুবক।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের নরসিংবাঁধের হরিজন কলোনিতে। মৃত যুবকের নাম রিন্টু পাসোয়ান ( ২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বার্নপুরের নরসিংবাঁধের হরিজন কলোনির বাসিন্দা রিন্টু পাসোয়ান নামে ওই যুবক পেশায় একজন টোটো চালক । কয়েকদিন আগে তাঁর টোটোর লাইট ভেঙে যায়। সেই লাইট ঠিক করার জন্য ২ হাজার টাকা লাগবে।

মঙ্গলবার দুপুরে সে তার বাড়িতে এসে বাবা শিবকুমার পাসোয়ান ও পরিবারের সদস্যদের সেই কথা বলে। তা নিয়ে তার সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এরপর বিকেল নাগাদ তাঁকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, টাকা নিয়ে বচসার কারণেই হয়তো ওই যুবক মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। বুধবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।




Be First to Comment