উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : রাজ্যে মহিলাদের ওপর ধর্ষণ, খুন, অত্যাচার, ব্ল্যাকমেলের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন প্রশাসন। আবার সুন্দরবনের কুলতলি সংবাদ শিরোনামে। এবার নগ্ন ছবি দেখিয়ে এক মহিলাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কুলতলি থানা এলাকায়। বুধবার রাতে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। তবে নির্যাতিতার অভিযোগ,তাঁর স্বামী কেরলে কর্মরত। দুই সন্তানকে নিয়ে তিনি বাড়িতে একাই থাকেন। এক সন্তানের বয়স আড়াই বছর ও অন্যজনের আট মাস। অভিযুক্ত বিধান দাস ওই মহিলাকে মাঝে মধ্যেই হুমকি দিত বলেঅভিযোগ। রাস্তাঘাটে বার হলে কটূক্তি করা থেকে শুরু আরও বিভিন্নভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত, দাবি ওই মহিলার। ফোন নম্বর জোগাড় করে তাঁকে বিরক্ত করত সে, উঠেছে এই অভিযোগও।
মহিলার দাবি, কিছুদিন আগে এক রাতে জোর করে অভিযুক্ত ঘরে ঢুকে পড়ে তাঁকে ধর্ষণ করে এবং সেই সময় তাঁর নগ্ন ছবিও তুলে নেয়। এরপর সেই ছবি দেখিয়েই তাঁকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকে ঐ অভিযুক্ত।এরপর ও ভয় দেখিয়ে একাধিকবার তাঁর বাড়িতে ঢুকে শারীরিক সম্পর্ক তৈরি করে অভিযুক্ত, অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, সেই সময় ভিডিয়োও করে সে।
নির্যাতিতা অভিযোগ করেছেন, ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল অভিযুক্ত। দুই সন্তানকে নিয়ে আতঙ্কে সময় কাটতো তাঁর। ওই নির্যাতিতার ভিডিয়ো তাঁর স্বামীর হাতে পৌঁছলে তিনি গোটা বিষয়টি সম্পর্কে জানতে চান স্ত্রীর কাছে। মহিলা তাঁকে পুরো বিষয়টি জানানোর পর স্ত্রীর পাশে দাঁড়ান ওই ব্যক্তি।
বুধবার কুলতলি থানায় এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। আর তার পরেই পুরো ঘটনার তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিশ।তবে এই ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্ত বিধান দাস পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে শুক্রবার পুলিশ সূত্রে জানা গেল।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।
Be First to Comment