রাস্তা অবরোধ করে বিক্ষোভ। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুরে: অন্যান্য দিনের মতো কাজ শেষে আর বাড়ি ফেরা হল না। রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক এক পথ দুর্ঘটনা। মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।
মৃত মহিলা বাড়ি বাড়ি ঘুরে পরিচারিকার কাজ করতেন। সূত্রে খবর, বেপরোয়া ভাবে ওই মিনিবাসটি মহিলাটিকে ধাক্কা মারার আগে রাস্তায় একটি ছোট দুচাকার গাড়িকেও ধাক্কা মারে। তারপর ওই মহিলাকে ধাক্কা মেরে মিনিবাসটি ঢুকে যায় রাস্তার পাশে একটি বাড়িতে।
এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার আকবর রোডে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম সালমা বিবি (৫০)। তিনি দুর্গাপুরের প্রান্তিকা বস্তির বাসিন্দা। এলাকার বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন দুপুর নাগাদ অন্যদিনের মতো সালমা বিবি আকবর রোডের একটি বাড়ি থেকে পরিচারিকার কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখনই বেপরোয়া ভাবে আসা বেনাচিতি দুর্গাপুর রুটের একটি ফাঁকা মিনিবাস প্রান্তিকার দিকে যাওয়ার সময় সালমা বিবিকে ধাক্কা মারে। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি ঢুকে যায় একটি বাড়িতেও।
এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে আছে। এলাকার বাসিন্দারা চালককে ধরে ফেলেন। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। চালককে আটক করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় সালমা বিবিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
এদিকে উত্তেজিত এলাকার বাসিন্দারা এই ঘটনার পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দা অমর্ত্য অধিকারী অভিযোগ করে বলেন, শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই আকবর রোড। সেই রাস্তায় প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যাতায়াত করে মিনিবাস থেকে ছোট গাড়ি। ট্রাফিক পুলিশের নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা।
পরে পুলিশ মৃত মহিলার পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও এলাকায় গাড়ি চলাচলে নজরদারি করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ উঠে যায়।
Be First to Comment