অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: দেশবন্ধু রোডের বিএসএনএল স্টাফ কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে যায় সর্বত্র। ঘটনার খবর পেয়ে আগুন নেভাতে ঘটনা স্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া শহরের দেশ বন্ধু রোডে বিএসএনএল কলোনি রয়েছে। সেই কালোনির মাঠে বিএসএনএলের প্রচুর ফাইবার পাইপ-সহ দাহ্য পদার্থ মজুত ছিল। এদিন সেই ফাইবার পাইপে কোনো ভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই যে কালো ধোঁয়ায় গোটা আকাশ মুহূর্তে কালো হয়ে যায়।
এদিন ঘটনার খবর স্থানীয় দমকল ও সদর থানায় দেওয়া হলে দমকলের ইঞ্জিন এসে ওই আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসেন। তবে কী ভাবে এই আগুন লাগলো তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা সকাল ৯টা নাগাদ হঠাৎই দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। শুকনো ডালে তারপরে আস্তে আস্তে ফাইবার পাইপে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আগুন ছড়িয়ে যায়। এমনকী স্টাফ কোয়ার্টারেও আগুন লাগে। তবে দ্রুততার সঙ্গে মানুষজন বেরিয়ে যাওয়াতে কোনো প্রাণহানি ঘটেনি ।




Be First to Comment