Press "Enter" to skip to content

বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত পুরুলিয়া পুরসভার এক অস্থায়ী কর্মী

প্রবোধ দাস, পুরুলিয়া: বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় অনবধানতাবশত থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন পুরুলিয়া পুরসভার এক অস্থায়ী কর্মী। ওই কর্মীকে, তড়িঘড়ি পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত পুরকর্মীর নাম সীতারাম মাহাতো। বয়স ৪৮ বছর। খবর পাওয়া মাত্রই গ্রামের মানুষজন ছুটে আসেন হাসপাতালে। ওই ব্যক্তির বাড়ি মফস্বল থানার চিরু মারচা গ্রামে। পরিবারের তিনি একমাত্র উপার্জনকারী ছিলেন। দুই মেয়ে ও এক ছেলে এবং মা রয়েছে পরিবারে।

জানা ?আয়, দেহটিকে ময়নাতদন্তের জন্য হাতুয়ারা মেডিক্যাল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এইদিকে ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।

পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি উঠে এসেছে। এ ঘটনায় পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। বিদ্যুতের কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন উনার মৃত্যু হয়। একজন অস্থায়ী কর্মীর যেসব সুযোগ-সুবিধা রয়েছে, উনি সমস্ত রকমই পাবেন।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *