সালানপুর: আবারও ছিনতাইকারীদের দাপাদাপি শুরু হয়েছে রূপনারায়ণপুর এলাকা জুড়ে।
রাত সাড়ে আটটা নাগাদ ছেলেকে টিউশনি থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লেন চিত্তরঞ্জন কনভেন্ট স্কুলের এক শিক্ষিকা। রাত প্রায় সাড়ে আটটা নাগাদ রূপনারায়ণপুর স্টেশন রোড এলাকা থেকে ছেলেকে স্কুটিতে চাপিয়ে চেকপোস্ট অঞ্চলে তার বাড়িতে ফিরছিলেন ওই শিক্ষিকা।
রূপনারায়ণপুর রেলগেট পার করে তারা যখন পেট্রোল পাম্পের আগে একটি হার্ডওয়্যার দোকানের সামনে পৌঁছান ঠিক সেই সময় পিছন থেকে দুই বাইক আরোহী এসে শিক্ষিকার গলায় থাকা সোনার চেন ছিনতাই করার চেষ্টা করে।তবে শিক্ষিকা সজাগ থাকায় দুস্কৃতিদের খালি হাতেই ফেরত যেতে হয়। তবে ছিনতাই কারীদের হাত থেকে রক্ষা পেতে শিক্ষিকা রাস্তার মধ্যেই পড়ে যান। তার ছেলের পায়ে চোট লাগে।

এখন সাধারণ মানুষের প্রশ্ন সামনেই চেকপোস্ট যেখানে সব সময় পুলিশ থাকে, তাছাড়া প্রায় সময় পুলিশের টহলদারী গাড়ি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকে, তা সত্বেও ছিনতাইকারী ধরা পড়ল না কেনও ।এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।



Be First to Comment