চলন্ত বাসে আগুন নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুরে: চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এলাকায়।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোর ৪টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় ইন্দো আমেরিকান মোড়ে। এই ঘটনায় বাসের যাত্রীদের কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলা আন্তঃরাজ্য একটি যাত্রীবাহী বাস ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা যাচ্ছিলো। বাসটি দুর্গাপুর ইন্দো আমেরিকান মোড়ে পৌঁছানোর পরেই যাত্রীরা বাসের পেছন থেকে ধোঁয়া বের হতে দেখেন। স্বাভাবিক ভাবেই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের চালক তড়ঘড়ি বাসটিকে রাস্তার ধারে দাঁড় করান। এরপর আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে পড়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।
এরপর বাসটি রাস্তার উপরে জ্বলতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। দমকলের দুটি ইঞ্জিনের সাহায্য দমকলকর্মীরা বেশ কিছুক্ষনের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে বাসটি একবারে পুড়ে যায় । শর্ট সার্কিটের কারণেই বাসটিতে আগুন লেগে থাকতে পারে বলে দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে অনুমান।
Be First to Comment