উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী যাতে কোনভাবেই অসুবিধার মধ্যে পড়তে না হয় সেদিকে বিশেষ নজর দিলো প্রশাসন।সেই হিসাবে জয়নগর সাব ট্রাফিক, জয়নগর থানা ও বকুলতলা থানার পক্ষ থেকে জয়নগর ও বকুলতলা থানা এলাকার জন্য কয়েকটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।আর এই নির্দেশ গুলো যাতে যতাযত ভাবে পালন করা হয় তার অনুরোধ রাখা হয়েছে।
জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায় ও জয়নগর সাব ট্রাফিক ওসির তরফে জারি করা এই নির্দেশিকা জনসাধারণ ও দোকানদার ও গাড়ি চালকদের মধ্যে বিতরণ করছে জয়নগর সাব ট্রাফিক পুলিশ কর্মীরা সহ দুটি থানার পুলিশ কর্মীরা।এই নির্দেশিকায় বলা হয়েছে ৩রা মার্চ থেকে ১৮ ই মার্চ পর্যন্ত সমস্ত ট্রাক ও মালবাহী কোনো গাড়ি সকাল সাতটা থেকে বেলা সাড়ে দশটা এবং দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর আড়াই টে পর্যন্ত জয়নগর ও বকুলতলা থানা এলাকায় প্রবেশ করতে পারবে না।
এছাড়া সমস্ত ইঞ্জিন ভ্যান, পিকআপ ভ্যান,ইটের গাড়ি,বালির গাড়ি,কাঠের গাড়ি থানা এলাকায় ঢুকতে পারবে না। তাছাড়া এই সময়ে অটো, টোটো, ম্যাজিক ও ট্রেকার কোন ভাবে রাস্তার ওপর অযথা দাঁড় করিয়ে রাখতে পারবে না।আর পরীক্ষা চলাকালীন যানজট নিয়ন্ত্রনে কঠোরভাবে পালন করতে বদ্ধ পরিকর প্রশাসন।





Be First to Comment