জামুড়িয়া: উত্তরপ্রদেশে প্রয়াগে মহাকুম্ভে অমৃতস্নান করতে গিয়ে আর ফেরা হল না জামুড়িয়া থানার কেন্দা গ্রামের বাসিন্দা বিনোদ রুইদাসের।
গত ২৮ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা যান বিনোদ। এই খবর জামুড়িয়ায় পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া । তবে এখনো পর্যন্ত বিনোদের মৃতদেহ তার পরিবারের হাতে এসে পৌঁছায়নি।
বিনোদের স্ত্রী শর্মিলা রুইদাস জানান, গত ২৭ তারিখে তার ভাই, স্বামী বিনোদ এবং বিনোদের এক বন্ধু তিনজন মিলে মহাকুম্ভ রওনা দেয়। বেনারস ও কাশী বিশ্বনাথধাম পৌঁছে ফোনে কথা বলেছিলেন বিনোদ, তার পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

বিনোদের শ্যালক জানান, এরপর অনেক খোঁজ খবর করার পর তারা জানতে পারে বিনোদ হসপিটালে ভর্তি আছে। এরপরে খবর আসে পদপিষ্ট হয়ে বিনোদের মৃত্যু হয়েছে।
স্ত্রী শর্মিলা জানান, বিনোদ অটো চালাতো। তার রোজগারেই চলতো সংসার। তার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার সহ এলাকার মানুষ।




Be First to Comment