অনলাইন কোলফিল্ড টাইমস : আসানসোল স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে কাটা পড়ে মৃত্যু হল শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন এক যাত্রীর। বিকেল ৪টে নাগাদ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
বিহারের গোপালগঞ্জ জেলার বিজয়পুরের বাসিন্দা মৃত যাত্রীর নাম অনিল তেওয়ারি (৬০)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত হয়।
আসানসোল রেল পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা শারীরিকভাবে প্রতিবন্ধী এক যাত্রী অনিল তেওয়ারি (৬০) চলন্ত ট্রেন আসানসোল- গোরক্ষপুর এক্সপ্রেস ২ নম্বর প্ল্যাটফর্মে আসার সময় চড়ার চেষ্টা করেন। ট্রেনের গতি বেশি হওয়ার কারণে ওই যাত্রী তার ভারসাম্য হারিয়ে ফেলেন।
এরপর তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান এবং কাটা পড়েন। ঘটনাটি খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে আসে আরপিএফ ও রেল পুলিশ। আহত যাত্রীকে আরপিএফ ও রেল পুলিশ উদ্ধার করে আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের
আসানসোল ডিভিশনের তরফে যাত্রীদের একটি চলন্ত ট্রেনে চড়ার এবং নামার চেষ্টা না করার জন্য অনুরোধ করা হয়েছে।
কারণ এই ধরনের পদক্ষেপগুলি গুরুতর এবং মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। মনে রাখতে হবে, আমাদের জীবন মূল্যবান এবং এই ধরনের তাড়াহুড়োতে করুণ পরিণতি ডেকে আনতে পারে।
নিরাপত্তা বাড়াতে ও এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে, আসানসোল ডিভিশনের স্টেশনের মধ্যে প্ল্যাটফর্ম এবং বিশেষ পয়েন্টগুলিতে অতিরিক্ত আরপিএফ এবং রেলওয়ে আধিকারিকদের মোতায়েন করা হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বদা অগ্রাধিকার দিয়ে ট্রেনগুলি সম্পূর্ণ থেমে গেলে, তারপর যাতে তাঁরা ওঠানামা করেন তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে।
Be First to Comment