উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: দুই দেওয়ালের মধ্যে আটকে পড়া এক ব্যক্তিকে দেওয়াল ভেঙে উদ্ধার করল দমকল ও পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যেবেলায় বারুইপুর পুরাতন বাজার এলাকায় একটি বাড়ি ও দোকানের দুই দেওয়ালের মধ্যে আটকে পড়েন এক ব্যাক্তি, স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি পেশায় অটোচালক। বারুইপুর বিশালক্ষ্মীতলার ওই বাসিন্দা রাস্তা ভুল করে দুই দেওয়ালের মধ্যে ঢুকে পড়ে আটকে যান, প্রায় দু’ঘণ্টা আটকে থাকেন দুই দেওয়ালের মধ্যে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে জানতে পেরে তাঁকে উদ্ধার করার চেষ্টা করে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ব্যর্থ হওয়ায় পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়।
বারুইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী এসে পাশের দোকান ঘরের দেওয়াল ভেঙে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বুধবারও হাসপাতালে ভর্তি তিনি।
Be First to Comment