কুড়ি জোড়া দম্পতির চার হাত এক। ছবি:প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রবিবার ৮০ টা হাতের মিলন ঘটল জয়নগরে। একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বিবাহের মধ্যে দিয়ে দাম্পত্য জীবনের মেলবন্ধন ঘটাল রেহানা ফাউন্ডেশন নামে এক সংস্থা।
রবিবার জয়নগর থানার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের কামারিয়ার দুই বোনের হাট এলাকায় কুড়ি জোড়া দম্পতির গণবিবাহ অনুষ্ঠান হয়ে গেল মুসলিম ধর্ম মেনে।
জয়নগর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অনাথ ছেলে-মেয়েদেরকে একত্রিত করে এই সংস্থা তাদের মুসলিম রীতি মেনে বিবাহ দেয়। এ বছর এই সংস্থা কুড়ি জোড়া দম্পতির চার হাত এক করে দিল বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে।পাশাপাশি তারা একটি মেয়ের শশুরবাড়িতে গিয়ে নতুন সংসারিক জীবন তৈরিতে প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নার সরঞ্জাম-সহ একাধিক সামগ্রী তুলে দেন নব দম্পতিদের হাতে।
নতুন জীবনে এই ভাবে প্রবেশ করতে পেরে রীতিমতো খুশি ও আনন্দিত কুড়ি জোড়া নব দম্পতি। আর এ দিনের এই বিবাহ অনুষ্ঠান রীতিমতো নিমন্ত্রিত হয়ে প্রায় দু’হাজার মানুষ দুপুরের আহার সারেন এবং সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন।
Be First to Comment