উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বছরের শেষে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সুন্দরবনের এক মউলে।
গত বুধবার সুন্দরবনের মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পয়লা ঘেরি গ্রামের তপন খাঁড়া নামে এক মউলে জয়দেব খাঁড়া,গণেশ খাঁড়া, গুরুপদ খাঁড়া ও বাসুদেব মণ্ডলের সঙ্গে সুন্দরবনের আজমমালীর জঙ্গলে যান মধু সংগ্রহ করতে। আর শনিবার সকালে জঙ্গলে মধু সংগ্রহের সময় পিছন থেকে আচমকা একটি বাঘ তপনের ঘাড়ের ওপর পড়ে তাকে গভীর জঙ্গলে নিয়ে যেতে চাইলে তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে বাঘের মুখ থেকে তপন খাঁড়া (৫৯)-কে জীবিত অবস্থায়ই ফিরিয়ে আনেন।
বাঘটি আচমকা আক্রমণের ভয়ে মুখের খাবার ফেলে পালিয়ে যায়। আর এদিকে গুরুতর আহত তপনকে নিয়ে এসে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানাতরিত করা হয়। বন দফতর ও আহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বন দফতরের রায়দীঘি রেঞ্জের কুলতলির নলগোড়া বিট অফিস থেকে মহুল পাশ নিয়েছিলেন তপন-সহ একাধিক মউলে।

আর সেই পাশ নিয়েই গত বুধবার তাঁরা জঙ্গলে যান মধু সংগ্রহ করতে। আর তাঁর পরেই এই দুর্ঘটনা ঘটে গেল।একটি পরিসংখ্যান অনুযায়ী এ বছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু ঘটেছে চারজন মৎস্যজীবির। আর আহত হয়েছেন দুজন।তাঁর মধ্যে একজন মৎস্যজীবী ও একজন মউলে।




Be First to Comment