প্রবোধ দাস, পুরুলিয়া: এ যেন বাড়িতে রাজকন্যার আগমন! ফুল দিয়ে গাড়ি সাজিয়ে জাঁকজমক ভাবে হাসপাতাল থেকে নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে লক্ষী রূপে সম্মান জানিয়ে বাড়িতে আনলেন বাবা।
একবিংশ শতকে দাঁড়িয়ে আজও যেখানে সমাজ কুসংস্কারে জর্জরিত। মেয়ে মানেই যেন বাড়তি বোঝা। এমন নিম্ন মানসিকতা থেকে প্রায় সময়ই সমাজে কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটে চলেছে। সেখানে দাঁড়িয়ে এমন এক নজিরবিহীন ছবি সমাজে যেন এক শিক্ষার বার্তা বয়ে আনল।
পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত পলাশকোলার দাসপাড়া গ্রামের বাসিন্দা বাবা প্রসেনজিৎ দাস ও মা জ্যোতি দাস বৃহস্পতিবার নিজেদের সদ্যোজাত সদ্যজাত কন্যা সন্তানকে লক্ষী রূপে সম্মান জানিয়ে বাইবাজনা সহকারে আনন্দের সঙ্গে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আনলেন।

লক্ষ্মী রূপে এ দিন বাড়িতে সেই কন্যা সন্তানকে প্রবেশ করিয়ে খুশিতে আত্মহারা হলেন পরিবার- পরিজনেরা। চলল নাচ-গান, মিষ্টিমুখ করানো হল প্রতিবেশীদের। কন্যা সন্তানের জেঠু প্রশান্ত দাস বলেন, “কন্যা সন্তান এই সমাজের বোঝা নয়। কন্যা সন্তান হল ঘরের লক্ষী। তাই তারা আজ তাদের ঘরের লক্ষীকে গাড়ি সাজিয়ে আনন্দের সঙ্গে বাড়িতে আনলেন”।




Be First to Comment