অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কাঁকসার গোপালপুরে কেশব কানন বহুতল আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকেরা । তালাবন্ধ ফাঁকা ৬টি আবাসনে চুরির ঘটনা ঘটে।বৃহস্পতিবার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নামে।
আবাসিকেরা জানান,এই প্রথম এই ধরনের চুরির ঘটনা ঘটল। তারা চরম আতঙ্কে রয়েছেন। এবার ঘরে লোক থাকা অবস্থায় যদি মেরে ধরে চুরি করে নিয়ে যায় তবে কি হবে ? সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

যদিও আবাসনে দুজন নিরাপত্তারক্ষীও রয়েছে । তাদের কথায় তারা রাত একটার পরে ঘুমিয়ে পড়েছিলেন, সম্ভবত তার পরেই চোরেরা ঢোকে বলে অনুমান । মেন গেটে তালা দেওয়া ছিল।
অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে এবং নিঃশব্দে শাবল জাতীয় কিছু দিয়ে তালা ভাঙে এবং আবাসনে চুরি করে পালায় । অনেকের অনুমান করছে, বহিরাগত রাজমিস্ত্রীর দলের কেউ এই চুরির সাথে যুক্ত থাকতে পারে ।
আবাসনের সহ সভাপতি বিপ্লব পাল বলেন, রাতে মেন গেটের তালা বন্ধ থাকা সত্বেও অন্য কোনো উপায়ে চোরেরা এসে ঢোকে আবাসনে । এই মুহূর্তে বেশ কিছু আবাসিক বাইরে গিয়েছেন, তাই আবাসনে তালা বন্ধ ছিল । সেই সুযোগে দুজন চোর এই সব বন্ধ আবাসনের তালা ভেঙে ঢোকে এবং চুরি করে।
তাঁর কথায়, এই প্রথম এমন ঘটনা ঘটেছে। নিরাপত্তা রক্ষী রয়েছে তাতেও কিছু লাভ হয়নি। চোরেরা এসে চুরি করে নিয়ে যাচ্ছে । চরম আতঙ্কে রয়েছে আবাসিকেরা । তাঁর প্রশ্ন, এবার আবাসনের ভেতর ঢুকে চোরেরা মারধর করে চুরি করে নিয়ে যায় তখন কি হবে ?
আবাসিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রথম এমন চুরির ঘটনা ঘটল । কেউই কিছু শুনতে পায়নি । চরম আতঙ্কে রয়েছি । কার্যত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুইজন চোর একের পর এক আবাসনে ঢুকছে এবং চুরি করছে । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ।
এদিকে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমেছে, খুব শীঘ্রই চোর ধরা পড়বে, এমনটা আশা পুলিশের ।




Be First to Comment