উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, সরকারি কর্মীর মতো বেতন কাঠামো, সামাজিক সুরক্ষা, সেন্টারের নামের ফোনের সিম কার্ডসহ অ্যান্ড্রয়েড সেট, বাজার দর অনুযায়ী জ্বালানি ও সবজি বিল দেওয়া সহ একাধিক দাবিকে সামনে রেখে রবিবার জয়নগর থানার দক্ষিণ বারাশত শ্রীশ্রীসারদামণি বালিকা বিদ্যালয়ে জয়নগর ১ নম্বর ব্লকের সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার্স ইউনিয়নের সম্মেলন হয়ে গেল।
এদিন প্রথমে মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহিদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালন করে সম্মেলনের কাজ শুরু হয়। এদিনের এই সম্মেলনে প্রায় দুই শতাধিক আইসিডিএস কর্মী ও সহায়িকা উপস্থিত ছিলেন।
এদিনের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য নেতৃত্ব নন্দ পাত্র, এই সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পন্ডিত, জেলা সম্পাদিকা তপতী ভট্টাচার্য, সুবীর দাস সহ আরো অনেকে।

এই সম্মেলনে অর্চনা প্রামানিককে সম্পাদিকা ও প্রতিমা কামারকে সভাপতি করে ৩১ জনের এক শক্তিশালী কমিটি গঠিত হয়।




Be First to Comment