অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি : বিসিসিএল বা ভারত কোকিং কোল লিমিটেডের কোলিয়ারি এলাকায় ঝড়ের দাপট। সেই ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হল এক বিসিসিএল কর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিসিসিএলের এরিয়া ১২ র বাসন্তী মাতা দহিবাড়ি কোলিয়ারি গেটে।
ঝাড়খণ্ডের চিরকুন্ডার ডুমড়িজোড়ের বাসিন্দা মৃত খনি কর্মীর নাম সুরেশ রায় ( ৬০)। শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে খনি কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের বাসিন্দা সুরেশ রায় বিসিসিএলের এরিয়া ১২ র বাসন্তী মাতা দহিবাড়ি কোলিয়ারির আন্ডারগ্রাউন্ড লোডার পদে কাজ করতেন।

অন্যদিনের মতো তিনি বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কোলিয়ারিতে কাজ করতে আসছিলেন। সেই সময় কোলিয়ারি এলাকায় ঘূর্ণি ঝড় শুরু হয়।
তারমধ্যে কোলিয়ারি গেটের একটি গাছ ওই খনি কর্মীর মাথায় ভেঙে পড়ে। তাতে ওই খনি কর্মী গুরুতর জখম হন।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুলটির শাঁকতোড়িয়া ইসিএল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।



Be First to Comment