Press "Enter" to skip to content

আরজি করে কী হয়েছে জানেন তো? ভাতার স্টেট জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে গ্রেফতার এক সিভিক

ভাতার: আরজি কর কাণ্ডের রেশ এ বার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে! গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার।

ভাতার হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে আরজি কর প্রসঙ্গ টেনে হুমকি। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সুশান্ত রায়।

পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে শুক্রবার মধ্যরাতে মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এমনকি, আরজি করের ঘটনার উদাহরণ দিয়ে মহিলা চিকিৎসককে তিনি শাসানি দেন বলেও অভিযোগ। মহিলা চিকিৎসকের অভিযোগ, ‘ওই সিভিক ভলান্টিয়ার বলে গতকাল আরজি করে কী হয়েছে জানেন তো? তা আপনার সঙ্গেও করে দেব।’

এ নিয়ে শনিবার ভাতার থানায় বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। ডেপুটেশন জমা দেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। যার প্রেক্ষিতে পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার আমন দীপ বিকালে জানান, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে ভাতার থানার পুলিশ গ্রেফতার করেছে। তাকে রবিবারর বর্ধমান আদালতে পেশ করা হবে ।

এ বিষয়ে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সূবর্ণ গোস্বামী বলেন, “আর জি কর হাসপাতালে কি হয়েছে আমরা সবাই জানি। ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলান্টিয়ার মদ্যপবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছে। আরজি কর-এর মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *