প্রবোধ দাস, পুরুলিয়া: মোষের পিঠে চড়ে, সংবিধান হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে অভিনব ভাবে মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী অজিত মাহাতো।
শুক্রবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে জমায়েত করে আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষেরা । সেখান থেকে কুড়মি সমাজের প্রার্থী অজিত মাহাতো সংবিধান হাতে নিয়ে মোষের পিঠে চড়ে শহরের একাংশ মিছিল করেন। সঙ্গে ছিল ভেড়া, মোরগ, পুরুলিয়ার ঐতিহ্যবাহী টুসু ।
এ ছাড়াও মিছিলে কুড়মি সমাজের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । এভাবেই শহরের একাংশ শোভাযাত্রা করে জেলাশাসক দফতরে পৌঁছান তাঁরা। সেখানে প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচনী কার্যালয়ে অজিত মাহাতো মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, “হাতে সংবিধান নিয়ে পুরুলিয়ার ঐতিহ্য টুসু, কাড়া (মোষ), ভেড়া, মোরগ সঙ্গে নিয়ে কুড়মি সমাজ সহ বিভিন্ন সমাজের মানুষকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলাম । মানুষের আমাদের সঙ্গে রয়েছে ।” তিনি নিজের জয় নিশ্চিত বলে জানান।





Be First to Comment