অন্ডাল : বর্তমানে সমাজ ব্যবস্থায় স্মার্ট মোবাইল ফোন এবং উন্নত প্রযুক্তির মধ্যেও কম বয়স থেকেই বড়ই অভিমানী হয়ে উঠছে ছোট ছোট ছেলেমেয়েরা। মা বাবা কষ্ট করে ছেলে-মেয়েদেরকে জন্ম দেওয়ার পর থেকেই বড় করে তুলতে চাইছেন একটা স্বপ্ন নিয়ে । আর সেই ছেলে বা মেয়েদের কোনও ভুল কর্মে বাধা দিয়ে শাসন করতে গেলেই ঘটছে বিপত্তি। অভিমানে আত্মঘাতী হচ্ছে নাবালক ও নাবালিকারা। এমন ঘটনা গত কয়েক বছরে মাত্রাতিরিক্তভাবে বেড়েছে ।সোমবার এরকমই এক ঘটনার সাক্ষী থাকলেন পশ্চিম বর্ধমান জেলা অন্ডালের কাজোড়া এলাকার বাসিন্দারা।
জানা গেছে, রবিবার অন্ডালের কাজোড়া মোড় মাঝি পাড়ার বাসিন্দা বছর দশেকের মোহিত কুমার নামে একজন বন্ধুর সাথে দামোদর নদের স্নান করতে গিয়েছিল। নদী থেকে স্নান করে দেরিতে বাড়ি ফেরায় মোহিত কুমারের মা সোনি দেবী তাকে বকুনি দেয়। তার সারাদিন এভাবে ঘুরে বেড়ানোর কারণ জিজ্ঞাসা করেন। মায়ের এই বকুনিতে অভিমানে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয় মোহিত কুমার।
এর কিছুক্ষন পরে বাড়ির লোকেরা ওই ঘরের মধ্যে সিলিংয়ে গলায় উড়নার ফাঁসি লাগালো মোহিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে তাকে উদ্ধার করেন বাড়ির লোকজনেরা। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় অন্ডালের একটা বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এভাবে এক নাবালকের অভিমানে আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকাবাসীরা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মোহিতের মা ও তার পরিবারের সদস্যরা। তারা ভেবেই উঠতে পারছেন না, যে কি করে এমন একটা ঘটনা ঘটল।
স্থানীয় বাসিন্দা চন্দন সিং জানান, যেভাবে মোবাইল দেখে দেখে এখনকার দিনে ছোট ছোট ছেলেমেয়েরা বদ মেজাজি হয়ে উঠছে তা আগামী দিনে ভয়ঙ্কর একটা অবস্থা হতে চলেছে। ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি তিনি বলেন, এখনকার দিনে মা-বাবাদের কাছে চরম সমস্যা ছোট ছোট ছেলে মেয়ে অন্যায় করলেও তাদের বকুনি দেওয়া যাবে না। যদিও সবক্ষেত্রেই সমান নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখনকার দিনের ছোট ছোট বাচ্চারা কম বয়স থেকেই অত্যাধিক অভিমানী ও রাগী হয়ে ওঠায় এই ধরনের ঘটনা বাড়ছে ।
একই মত মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদেরও। তারা বলেন, এখন বাবা-মায়েরা উভয় সংকটে পড়েছেন। ছেলেমেয়েদের শাসন না করলে, তারা লাগামছাড়া হবে। আবার বেশি কিছু বললে, অভিমানী হয়ে কিছু একটা করে বসবে। তাই তাদের পরামর্শ, বাবামায়েদেরকে আরও একটু সতর্ক হতে হবে।
এদিকে, পুলিশ জানায়, মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছে ওই নাবালক। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।



Be First to Comment