দুর্গাপুর : ৭৬তম সাধারণতন্ত্র দিবস। সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। এদিন জেলা জুড়ে সর্বত্রই সরকারীভাবে এবং নানা ক্লাব,সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক দলগুলির তরফেও দিনটি উদযাপন করা হয়।
আজ আসানসোল পোলো গ্রাউন্ডে জেলা শাসক এস পুনমবালাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরে কুচকাওয়াজে তাঁকে বিশেষ অভিবাদন জানানো হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো এখানে প্রদর্শন করা হয়। অনুষ্ঠিত হয় অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। অন্যদিকে আসানসোল পুরসভার তরফে ভগৎ সিং মোড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। এখানে গান স্যালুট দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক ট্যাবলো মাঠের চতুর্দিক পরিক্রমা করে। সবশেষে ছিল একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নৃত্যানুষ্ঠান। মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় এবং মহকুমা প্রশাসনের অন্য আধিকারিকরাও।





Be First to Comment