দুর্গাপুর: এই বছর ২৬ জানুয়ারি ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সারা দেশেই নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এই বছর সংবিধান প্রবর্তনের ৭৫ বছর পূর্ণ হচ্ছে, তাই এবারের গণতন্ত্র দিবস আরও বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। দুর্গাপুরেও একাধিক সংগঠনের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।
দুর্গাপুরে এদিন সকাল থেকে সাধারণতন্ত্র দিবসের একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। প্রথমেই তার ছোটবেলার স্কুল গোপালমাঠ জুনিয়র প্রাইমারি স্কুলের অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সাধারণতন্ত্র দিবস নিয়ে বক্তব্য রাখেন। এরপর ৩৪ নম্বর ওয়ার্ডে নিজের ক্লাবের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া টেগোর এভিনিউ বয়েজ ক্লাব, জাতীয় কংগ্রেসের পার্টি অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি দেশের সংবিধানের মর্যাদা ও সম্মান রক্ষার শপথের কথা বলেন।
তরুণ রায় বলেন, “আমাদের দেশের সংবিধান কেবল একটি বই নয়, আমাদের সংবিধান গান্ধী, আম্বেদকর এবং নেহেরুজির সুদীর্ঘ বছরের আদর্শ ও ঐতিহ্য বহন করে আসছে। তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার”।

এরপর তিনি বেশ কিছু সামাজিক কর্মসূচিতে অংশ নেন। বস্তি এলাকায় শিশুদের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করেন।




Be First to Comment