অন্ডাল : আচমকাই ধসে তলিয়ে গেল আস্ত একটা কুয়ো। শনিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিঁদুলি গ্রামের বিন পাড়া এলাকায়। রবিবার সকাল থেকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা রামপ্রবেশ ভূঁইয়া ও সমর ভূঁইয়া বলেন, শনিবার রাত্রি ৯ টা নাগাদ হঠাৎ মাটি ধসে কুয়োটি মাটির নিচে তলিয়ে যায়।
তিনি আরো জানান, বিন পাড়াতে দুটি সরকারি কুয়ো রয়েছে। নতুন একটি কুয়ো হয়েছে কিছুদিন আগে। তবে সেই কুয়োর জল পানযোগ্য নয়।
তারা আরো বলেন, শনিবার রাত আটটা পর্যন্ত এলাকার বাসিন্দারা এই কুয়ো থেকে জল ব্যবহার করেছিলেন। পাড়ার এটি একমাত্র পুরনো ভালো জলের কুয়ো ছিল বলে জানান তারা। দীর্ঘ ৭০ বছর ধরে এই কুয়োটি একই জায়গায় রয়েছে। হঠাৎ করে কুয়ো মাটির তলায় তলিয়ে যাওয়ায় পানীয় জলের সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হোক। পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকেরা বলেন, কি কারণে কুয়োটির মাটির নিচে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় পানীয়জলের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, কুয়ো তলিয়ে যাওয়ার খবর জানাজানি হওয়ার পরে সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের আশপাশের এলাকার লোকেরা সেখানে ভিড় জমান। অনেকে মনে করছেন, ইসিএলের খনির ধসের কারণে হয়তো এমনটাই হয়েছে ।
Be First to Comment