অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: সালানপুর থানার অন্তর্গত কেন্দুয়াডি গ্রামে জিটিএল সংস্থার টাওয়ার থেকে অমর রাজা কোম্পানির ১২টি ব্যাটারির চুরির ঘটনা ঘটে। প্রায় ১২ দিনের চেষ্টায় সেই ঘটনার কিনারা করল পুলিশ।
সেই চুরি যাওয়ার ঘটনায় ৮ আগস্ট অভিযোগ দায়ের হয় সালানপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।
তারপরেই রবিবার রাতে পুলিশ হিন্দুস্তান কেবলস ফুটবল ময়দান সংলগ্ন এলাকা থেকে তাপস বাউরি নামক এক যুবককে গ্রেফতার করে। উদ্ধার হয় চুরি যাওয়া ৬টি ব্যাটারি।

ধৃত তাপস বাউরি আসানসোল উত্তর থানার লালগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। ধৃত যুবককে সোমবার আসানসোল আদালতে তোলা হয়।




Be First to Comment