বার্নপুর : হিরাপুর থানার বার্নপুর বাসস্ট্যান্ডের পেছনে মিনি মার্কেটের দোকানে লাগাতার চুরির ঘটনায় দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই মিনি মার্কেটে দুটি দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ দোকানদাররা শুক্রবার সকালে হিরাপুর থানায় গিয়ে দ্রুত চোরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। তারা এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সারাদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
একটি মুদি দোকানের মালিক জানান, শুক্রবার সকালে দোকান খুললে তিনি দেখেন ক্যাশ কাউন্টার পড়ে আছে। ক্যাশবাক্সে থাকা একটা মোবাইল ফোনও নেই। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে দোকানের এ্যাসবেস্টার ও ফলস্ সিলিং ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে চোরেরা । চোরেরা সিসি ক্যামেরার মুখও ঘুরিয়ে দিয়েছে। চোরেরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৮ থেকে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে ওই মার্কেটে আরো একটি দোকানেও চুরি হয়েছে। তারা বলেন, এই মার্কেটে ৪ দিনে ৫ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মিনি মার্কেটে চুরির ঘটনা নিয়ে দোকানদাররা বলেন, চোরদের সাহস এতটাই বেড়ে গেছে, তারা যখন তখন যেকোনো সময়েই চুরি করছে। পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দোকানদাররা বলেন, একাধিকবার হিরাপুর থানার পুলিশের কাছে এইসব চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
পুলিশের পক্ষ থেকে এইসব চুরির ঘটনা, ছোটদের কাজ বলে এড়িয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাদের । ব্যবসায়ীরা বলেন, যদি সত্যিই শিশুরা এই চুরি করে থাকে, তবে এর পেছনে কোনও চক্র রয়েছে। তাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে চোরেরা উৎসাহ পাচ্ছে। পরপর
চুরির ঘটনা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা হিরাপুর থানায় বিক্ষোভ দেখিয়ে, পুলিশের কাছে তদন্ত করে চোরদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি দ্রুত কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তবে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করা হয়েছে।




Be First to Comment