নিজস্ব সংবাদদাতা: আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমাত্মানন্দজীর বক্তব্য, বই সবসময় মানুষের সঙ্গী। যতই আধুনিক সমাজ ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি থাকুক না কেন, বই কারোর পরিপূরক হতে পারে না | মহারাজের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে যুব শিল্পী সংসদের পরিচালনায় আসানসোল পোলো গ্রাউন্ডে শুরু হল ১০ দিনের ৪০ তম আসানসোল বইমেলা।
বৃহস্পতিবার বিকেলে আসানসোল পোলো গ্রাউন্ডে এই বই মেলা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকা আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সমাত্মানন্দজী মহারাজ প্রদীপ জ্বালিয়ে এই বইমেলার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি, দুই কাউন্সিলার দিলীপ ওরাং ও মৌমিতা বিশ্বাস, যুব শিল্পী সংসদের সম্পাদক সৌমেন দাস, কার্যকরী সভাপতি আশিস বন্দোপাধ্যায় ওরফে রুপেশ, দুই সহ-সভাপতি ডা. দেবাশিস বন্দোপাধ্যায় ও সোমনাথ গড়াই।
বইমেলা ও যুব শিল্পী সংসদের পতাকা উত্তোলন করেন কার্যকরী সভাপতি ও সম্পাদক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে যুব শিল্পী সংসদের সম্পাদক এত দিন পর্যন্ত কী ভাবে এই আসানসোল বইমেলা আয়োজন করা হয়ে আসছে ও আগামী দিনে তাদের পরিকল্পনা কী, তা তুলে ধরেন।
উদ্বোধনী ভাষণে অন্যান্য অতিথিরাও গোটা সমাজ ব্যবস্থায় বইয়ের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বইপ্রেমীদের জন্য শুক্রবার দুপুরে ২টো থেকে খুলে যাবে। এই বইমেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৫০টি বইয়ের স্টলের পাশাপাশি, বেশকিছু খাবারের স্টল ও লিটল ম্যাগাজিনের টেবিল থাকবে। প্রতিদিনই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলায় হবে।
Be First to Comment