মহকুমাশাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল : আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কেন্দ্রের আসানসোল মহকুমার পাঁচটি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভায় মোট চারটি অক্সিলারি পোলিং স্টেশন বা সহায়ক ভোট কেন্দ্র (বুথ) হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ আছে যেসব পোলিং স্টেশন বা বুথে দেড় হাজারের বেশি ভোটার রয়েছেন, সেখানে অক্সিলারি বা সহায়ক বুথ করতে হবে। সেই কারণে আসানসোল মহকুমার কুলটি বিধানসভার নিয়ামতপুর ও লছিপুরের দু’টি প্রাথমিক স্কুলের বুথে একটি করে মোট দু’টি অক্সিলারি পোলিং স্টেশন করা হচ্ছে।
এর পাশাপাশি জামুড়িয়া বিধানসভার শ্রীপুর ও আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরের সাঁতাডাঙালের দু’টি প্রাথমিক স্কুলে একটি করে দু’টি অক্সিলারি পোলিং স্টেশন করা হচ্ছে।
এই অক্সিলারি পোলিং স্টেশন তৈরির বিষয়ে সকল কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে এই বৈঠক হয়।
এই প্রসঙ্গে মহকুমাশাসক বলেন, আসানসোল মহকুমা এলাকায় তিনটি বিধানসভায় মোট চারটি সহায়ক ভোট কেন্দ্র বা অক্সিলারি পোলিং স্টেশন করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এ দিন এই বিষয়ে অবহিত করতে কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে।
উল্লেখ্য, আসানসোলের মহকুমায় পাঁচটি বিধানসভায় (আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ) মোট পোলিং স্টেশন বা বুথের সংখ্যা ১৪৮৯টি।
Be First to Comment