সালানপুর : রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ৩০তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা এই প্রথমবার আয়োজন করা হয় আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবলস্ শ্রমিক মঞ্চে।
এই প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য।
এই আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় মোট পাঁচটি আদিবাসী দল অংশগ্রহণ করে । আদিবাসীদের এই আঞ্চলিক স্তরের নাটক প্রতিযোগিতায় যে দল সেরা হবে তারা সরাসরি রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।
এছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী বিজয় সিং সহ আরো অনেকে।





Be First to Comment