কাঁকসা : বেআইনিভাবে গাড়ির চেচিস নাম্বার পানচিং করে বদলানোর সময় কাঁকসা থানার পুলিশ হাতে নাতে ধরে ফেললো।
ধৃত ৩ জন পানাগড়ের বাসিন্দা সোনু জয়সওয়াল, অঙ্গত জয়সওয়াল, এবং গৌতম কুমার। ধৃত ৩ জনকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পানাগড় বাজারের বাইপাসের কাছে। সেখানে একটি লরির চেচিস নাম্বার বদলানোর কাজ চলছিল।একই নম্বরের দুটি লরির চেচিস নাম্বার থাকায় পুলিশ ৩ জনকে হাতে নাতে ধরে। ৩ জনকে গ্রেফতার করে শনিবার দুপুর আড়াইটার সময় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়।
আটক করা হয়েছে লরিটিকেও। ওই লরিটিকে বিহার থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানতে পারে।পুলিশের অনুমান এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে কিনা ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।





Be First to Comment