অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি: ওড়িশা থেকে পুরুলিয়া হয়ে আসানসোলে পাচারের পথে ২৫ কেজি গাঁজা ধরা পড়ল পুলিশের নাকা তল্লাশিতে।
বুধবার ভোরবেলা দিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ডিসেরগড় ব্রিজের কাছে পুলিশের নাকা তল্লাশিতে এই গাঁজা উদ্ধার করা হয়।
এই অভিযানে পুলিশ গ্রেফতার করে চার পাচারকারীকেও। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো মঙ্গলবার রাত থেকেই কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ডিসেরগড় ব্রিজের কাছে নাকা চেকিংয়ের মাধ্যমে তল্লাশি করছিল।
বুধবার ভোরবেলা বরাকরের দিকে আসতে থাকা একটি অটোরিকশার দিকে নাকা চেকিংয়ে থাকা পুলিশের নজরে পড়ে। পুলিশ অফিসাররা সেই অটোরিকশাকে আটকে তল্লাশি চালায়। তখন অটোরিকশা তিনটি বড় ব্যাগ উদ্ধার হয়। ব্যাগগুলিতে গাঁজা ছিল। সেই গাঁজার ওজন ২৫ কিলো।
এরপরেই অটোরিকশার চালক-সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে। ধৃত চারজন হল আসানসোল উত্তর থানার রেলপাড়ের মহম্মদ মীরর , কুলটি থানার কেন্দুয়া বাজারের মহম্মদ তানবির, ডিসেরগড়ের মহম্মদ আকিল ও মহম্মদ জয়নুল।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই গাঁজা উড়িষ্যা থেকে আসানসোলে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল। বুধবার সকালে পুলিশ ধৃতদেরকে রিমান্ডে চেয়ে আসানসোল আদালতে পেশ করে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
লোকসভা ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মতো বিভিন্ন জায়গায় নাকা চেকিং ও তল্লাশি শুরু করেছে পুলিশ। বিশেষ করে রাজ্যের সীমানাবর্তী রাস্তায় ২৪ ঘন্টা পুলিশের নাকা চেকিং চলছে। আর তাতেই বড়সড়ো সাফল্য পেল কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।
Be First to Comment