অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে মাদক পাচারকারী দুই যুবককে গতকাল রাতে গ্রেফতার করে কোকওভেন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২.৫ লক্ষ টাকা।
আরও জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা দুই যুবকের নাম মহম্মদ শেখ (২০) ও আসাবাদ্দিন মল্লিক (২৬)। ধৃতদের আসানসোল আদালতে পেশ করে তাদের ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। বিচারপতি আরও তদন্তের জন্য ৭ দিন পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন ।





Be First to Comment