নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : এক স্বেচ্ছাসেবী সংস্থার দুইজন ব্যক্তি শহরের বিভিন্ন জায়গায় যেখানে মানসিক ভারসাম্যহীন মানুষ দেখতে পান, তাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করেন স্বেচ্ছায় | একজনের নাম সৌরভ আইচ আর একজন সোমা দাস।
তাঁরা বলেন, দুর্গাপুরে বিভিন্ন স্থানে, রেল স্টেশনে, বাসস্ট্যান্ডে, বাজারে যেখানে তাঁরা এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুদের দেখতে পান তাতে তাদের বিবেক কেঁদে ওঠে | তাই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁরা তাঁদের সামর্থ মতো সহযোগিতা করবেন।
সৌরভবাবু বলেন, দুর্গাপুরে মুচিপাড়া থেকে বেনাচিতি প্রান্তিক পর্যন্ত বিভিন্ন জায়গাতে থাকা এই ধরনের ৪৫ জনের মতো ভারসাম্যহীন ব্যক্তিদের প্রতিদিন দুপুরের আহারের ব্যবস্থা করেন।
তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই মহতী কর্মকাণ্ড করে চলেছেন |
এই সংস্থার সভাপতি নারায়ণ প্রসাদ শিকারিয়া একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। তাই তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন | এই সংস্থার সম্পাদক সৌরভ আইচ এবং সম্পাদিকা সোমা দাস। সৌরভ এবং সোমা দুইজনে মিলে এমন কর্মকাণ্ড করে চলেছে স্বেচ্ছায় এবং নীরবে।
সৌরভবাবু জানান, তাঁরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ন্যাপকিন-এর আওয়ার্নেস ক্যাম্প করেনষ এবং মহিলাদের হাতে ন্যাপকিন ও বিভিন্ন বস্ত্র তুলে দেন। তিনি আরও বলেন, অনেক মানসিক ভারসাম্যহীন মানুষের থাকার ঠিকানাও খুঁজে দিয়েছেন। এমনকি ভিন রাজ্য থেকে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন মানুষকে প্রশানের সাহায্যে নিজেদের বাড়িতে ফেরানোর ব্যবস্থাও করেছেন কয়েকজনকে।
Be First to Comment