মোবাইল ব্যবহারের উপর করা নিষেধাজ্ঞা জারি করে সংসদ। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: লুকিয়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ঢোকায় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত হল দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাশতের দুই ছাত্র।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য বিষয়ের পাশাপাশি মোবাইল ব্যবহারের উপর করা নিষেধাজ্ঞা জারি করে। আর সেই নির্দেশ অনুযায়ী সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মূল প্রবেশ দ্বারে মোবাইল নিয়ে যাতে কোনো ছাত্র পরীক্ষা হলে না ঢোকে তার জন্য বিশেষ নোটিশও ঝোলানো হয়। এরপরও পরীক্ষা হলের মধ্যে দুই ছাত্রের কাছ থেকে মোবাইল উদ্ধার করে তাদের পরীক্ষা বাতিল করতে বাধ্য হলেন স্কুল কর্তৃপক্ষ।
জয়নগর থানার দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে পশ্চিম গাববেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ও ছাত্রছাত্রীরা যথাসময়ে পৌঁছেও গিয়েছিল। কিন্তু প্রশ্নপত্র দেওয়ার আগেই পরীক্ষা হলে দুই ছাত্রের কাছ থেকে মিলল দুটি মোবাইল ফোন। সঙ্গে সঙ্গে কাউন্সিলের নির্দেশ অনুযায়ী মোবাইল ফোন দুটি বাজেয়াপ্ত করা হয় এবং ওই দুই ছাত্রকে পরীক্ষা হল থেকে বের করে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে পশ্চিম গাববেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মণ্ডল বলেন, সংসদের নিয়ম মেনে ওই দুই ছাত্রের এ দিনের পরীক্ষা বাতিলের পাশাপাশি বাকি পরীক্ষাগুলোও বাতিল করা হল। ওদের মোবাইল দুটি ও অ্যাডমিট কার্ড জমা নেওয়া হয়েছে।
Be First to Comment