উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায বারুইপুরে। মৃত দু’জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে বারুইপুরে অটো ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। অপর এক অটো যাত্রীকে গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।
এদিন সকালে সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে একটি অটো বারুইপুরের দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বারুইপুর গার্লস স্কুলের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তারপর এই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাকের চালক। খোঁজা খুজি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

গুরুতর যখম এক যাত্রীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অটোর আরো এক আরোহী গুরুতর জখম হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।




Be First to Comment